মানুষের একটি অন্যতম প্রধান মৌলিক চাহিদা এবং বেঁচে থাকার অপরিহার্য শর্ত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বা চিকিৎসা। মানুষ সুস্থ থাকে এবং প্রকৃতির অমোঘ নিয়মে সে অসুস্থ ও হয় । তাইতো সভ্যতার শুরু থেকেই কিভাবে সুস্থ এবং নিরোগ  থাকা যায় সে সংক্রান্ত ভাবনা সে গুরুত্বের সাথেই ভেবেছে । আর এই ভাবনা এবং আন্তরিক প্রয়াস থেকেই জন্ম নিয়েছে চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞান ।  

আজকের পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়েছে ।বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষকে দিয়েছে দীর্ঘায়ু এবং নিরোগ থাকার  সুফল ।মানুষ তার শরীরকে জেনেছে ।মনকে জানার প্রয়াসও অব্যাহত গতিতে এগোচ্ছে  । আমাদের সমন্বিত প্রয়াস জীবনের সকল ক্ষেত্রে ব্যাপক সুফল বয়ে আনছে । পারস্পরিক আদান-প্রদান, সহযোগিতা ,সহমর্মিতা আধুনিক জীবনকে আরও গতিশীল করেছে । আর এ ক্ষেত্রে তথ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

 তথ্যের স্বাভাবিক আদান-প্রদান,ও  গতিশীলতা ,এবং তথ্যের অবাধ যাতায়াত সহজীকরণ আমাদের আধুনিক জীবনকে দিয়েছে ভিন্নমাত্রা ।তথ্যের এই অবাধ পরিবাহিতা সকল ক্ষেত্রের মত চিকিৎসার ক্ষেত্রে ও ব্যাপক ভূমিকা রাখছে ।  চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের সঠিকভাবে রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ একান্তভাবেই জরুরি ।সে ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং উপযুক্ত চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য যদি আমাদের হাতের নাগালে থাকে তবে সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ  করতে পারার মাধ্যমে সুচিকিৎসা গ্রহণ করতে পারব ।

একটি এলাকায় নির্দিষ্ট কোন রোগের ক্ষেত্রে কতজন ডাক্তারগণ উপস্থিত থাকেন এবং ডাক্তারগণ কোথায় কখন বসেন, উনাদের ফোন নাম্বার এবং চেম্বারের ঠিকানা সহ সকল তথ্য  আমাদের সহজ এবং সাধারন ভাবে থাকা জরুরী । সাধারণত জনশ্রুতির মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কে এ সংক্রান্ত তথ্য  ধারণ করে রাখি  এবং বিভিন্ন প্রয়োজনীয় মুহূর্তে আত্মীয় এবং বন্ধুবান্ধব পরিজনকে ফোন করে বা দেখা করে তথ্যগুলো আমরা সংগ্রহ করি এবং সেই মতো সিদ্ধান্ত গ্রহণ করি ।

কিন্তু লিখিতভাবে কোন ওয়েবসাইট আকারে এ সংক্রান্ত সকল তথ্য যদি আমাদের কাছে মজুত থাকে তবে প্রয়োজনের সময় এই সকল জরুরী তথ্য বিশ্লেষণ করে আমরা ধৈর্য এবং স্থির মনোযোগের সাথে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারব ।

 আর চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য যেন আমাদের হাতের নাগালে থাকে সেই প্রচেষ্টার একটি মানবিক প্রয়াস হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটি ।এই ওয়েবসাইটে আমরা টাঙ্গাইল জেলা কে কেন্দ্র করে আমাদের সকল তথ্য সাজিয়েছি ।প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানার সকল প্রকারের ডাক্তারগণ ,হাসপাতাল, ক্লিনিক  এর তথ্য অন্তভূক্ত করার চেষ্টা করেছি। পর্যায়ক্রমে এর আওতা আরও সম্প্রসারিত করা হবে । আমরা আমাদের এই মানবিক পথ চলা অব্যাহত রাখবো এটা আমাদের প্রত্যয়.।